Course Content
মানবীয় ভূগোল (Human Geography)
    About Lesson

    অর্থনৈতিক কার্যাবলীর ধারণা (Concept of Economic Activities):

    অর্থনৈতিক কার্যাবলি হল সেইসব কাজ যা দ্রব্য ও পরিষেবার উৎপাদন, বন্টন, বিনিময় এবং ভোগের সঙ্গে সম্পর্কিত। প্রকৃতপক্ষে, যেসব কাজের মাধ্যমে অন্য মানুষের চাহিদা মেটে, সম্পদের উপযোগিতা বৃদ্ধি পায়, মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়, মানুষ স্বনির্ভর হয় এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হয়—সেইসব ক্রিয়া-কলাপকে অর্থনৈতিক কার্যাবলি বলা হয়। এর মাধ্যমে মানুষ জীবিকা নির্বাহ করে, অর্থ উপার্জন করে, সমাজের চাহিদা মেটায়, সম্পদের উপযোগিতা বৃদ্ধি করে, এবং দেশ ও সমাজের আর্থ-সামাজিক বিকাশ ও উন্নতি ঘটায়। এজন্য অর্থনৈতিক কাজকে অর্থনীতিবিদরা সামাজিক কাজও বলে থাকেন।

    Bookmark
    0% Complete
    error: Content is protected !!
    Scroll to Top